ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়াসহ ৩৮ জনের চার্জ শুনানি ১১ এপ্রিল

প্রকাশিত: ১১:৪৮, ৩১ জানুয়ারি ২০১৯

খালেদা জিয়াসহ ৩৮ জনের চার্জ শুনানি ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়েছে। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১১ এপ্রিল চার্জ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী চার্জ গঠনের জন্য এ দিন নির্ধারণ করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ৩১ জন। এদের মধ্যে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে এক যাত্রী মারা যান।
×