ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীত মৌসুমেও সরগরম মাগুরার পাখাপল্লী

প্রকাশিত: ১১:৪৬, ৩১ জানুয়ারি ২০১৯

শীত মৌসুমেও সরগরম মাগুরার পাখাপল্লী

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ শীত মৌসুম হলেও মাগুরার পাখাপল্লী বর্তমানে সরগরম। তালের হাতপাখা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। তাদের এক মুহূর্ত অবসর নেই । মাগুরার তৈরি তালের হাতপাখা দেশের বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। ফলে দুই শতাধিক পরিবারের মৌসুমি কর্মসংস্থান হয়েছে। মাগুরা পাখার মোকামে পরিণত হয়েছে । বর্তমানে শীত মৌসুম হলেও শিল্পীরা আগাম পাখা তৈরি করে রাখেছেন । গরম পড়লে এই পাখা বিক্রি করা হবে। জানা গেছে, মাগুরার শিবরামপুর, নিজনান্দুয়ালী, সংকজখালী, শক্রুজিৎপুর, আড়পাড়া, বিনোদপুর, পারিয়াট, ধনেশ্বরগাতি প্রভৃতি গ্রামে তালের হাতপাখা তৈরি হয় । এ সব গ্রামে দুই শতাধিক পরিবার পাখা তৈরির সঙ্গে জড়িত। বর্তমানে শীত মৌসুম হলেও শিল্পীরা আগাম পাখা তৈরি করে রাখেছেন। গরম পড়লে এই পাখা বিক্রি করা হবে। একজন শিল্পী প্রতিদিন গড়ে প্রায় ৫০/৬০টি পাখা তৈরি করতে পারেন। প্রতিটি পাখা তৈরিতে খরচ পড়ে গড়ে ১০ টাকা, বিক্রি হয় ১৫/ ২০টাকা । অন্য জেলা থেকে পাইকাররা এসে ক্রয় করে নিয়ে যায় । পাখাশিল্পীদের এক মুহূর্ত বসার সময় নেই। এদের বেশিরভাগ মহিলা।
×