ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসইকে সহযোগিতা দেবে চীনা কনসোর্টিয়াম

প্রকাশিত: ১১:৪২, ৩১ জানুয়ারি ২০১৯

ডিএসইকে সহযোগিতা দেবে চীনা কনসোর্টিয়াম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম। মঙ্গলবার ডিএসই পরিচালনা পর্ষদের ৯১৭তম বোর্ড সভায় এই প্রস্তাব দেয়া হয়। ডিএসইকে দেয়া সহযোগিতার প্রস্তাবের মধ্যে আরও রয়েছে- মূলধন গঠন, এসএমই বোর্ডের উন্নয়ন, পণ্যের বৈচিত্র্যকরণ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাবনাগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত পরিকল্পনা, স্বাধীন ও শক্তিশালী রিসার্চ টিম গঠন, ট্রেডিং সিস্টেম কেন্দ্রীভূতকরণ, ব্যবসায়িক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের উন্নয়নকে ত্বরান্বিতকরণ ও তথ্য প্রকাশের অটোমেশন পদ্ধতির উন্নয়ন, ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ ও সক্ষমতার উন্নয়ন।
×