ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণার দিনে শেয়ারবাজারে দরপতন

প্রকাশিত: ১১:৪২, ৩১ জানুয়ারি ২০১৯

মুদ্রানীতি ঘোষণার দিনে শেয়ারবাজারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণার দিন বুধবারে শেয়ারবাজারে পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৪ ও ২০৩১ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৯ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৫ কোটি ৮৫ লাখ টাকা। এদিকে ডিএসইতে ৩৪৪ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির বা ৩০ শতাংশের, কমেছে ২১৩টির বা ৬২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের। ব্যাংকটির ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ১৩ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ২৩ কোটি ১৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে গ্রামীণফোন। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, লিগ্যাসি ফুটওয়্যার এবং মেঘনা পেট্রোলিয়াম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আর ৩১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×