ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরের ফারুকসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ১১:১৭, ৩১ জানুয়ারি ২০১৯

শেরপুরের ফারুকসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের এসএম আমিনুজ্জামান ফারুকসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী ফাতেমা খাতুন জবানবন্দী প্রদান করেছেন। ফাতেমা খাতুন তার জবানবন্দীতে বলেন, এসএম আমিনুজ্জামান ফারুকসহ অন্য রাজাকাররা আমার স্বামী আব্দুস কুদ্দুস, বড় ভাই আব্দুল মান্নান ও জেঠাতো ভাই মোবারককে ধরে নির্যাতন করে। এরপর রাজাকাররা আমার স্বামীসহ চারজনকে গুলি করে হত্যা করে। গুলি করে হত্যা করার পর রাজাকাররা আমার গহনাসহ বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। জবানবন্দী শেষে সাক্ষীকে জেরা করার জন্য ১১ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে আব্দুস সুবহান তরফদার।
×