ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনের খসড়া আচরণ বিধি সিন্ডিকেটে অনুমোদিত

প্রকাশিত: ১১:১৬, ৩১ জানুয়ারি ২০১৯

ডাকসু নির্বাচনের খসড়া আচরণ বিধি সিন্ডিকেটে অনুমোদিত

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গঠনতন্ত্র সংশোধন ও খসড়া আচরণবিধির বেশ কিছু পরিবর্তন করে বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে ভোটার ও প্রার্থীর বয়স ও শিক্ষাগত স্তর নির্ধারণ, ভোট কেন্দ্রের অবস্থান উল্লেখযোগ্য। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন ঘিরে সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে ছাত্রলীগ স্বাগত জানালেও কিছু বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে ক্ষোভ প্রকাশ করেছে বাম সংগঠনগুলো। গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধিমালা চূড়ান্তের আগে বেশ কয়েকবার পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এরই ভিত্তিতে খসড়া আচরণবিধি তৈরি করে সংগঠনগুলোর দিক থেকে আরও পরামর্শ চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা নিজেদের সংগঠনের সুপারিশমালা জমা দেয়ার পর প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বুধবার এগারোটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ভোটকেন্দ্র আবাসিক হলগুলোয় না করে নিকটস্থ একাডেমিক ভবনে করার দাবিতে তারা এই সংবাদ সম্মেলন করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলোয় দখলদারিত্বের সহযোগিতার ভূমিকা পালন করছে। অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের ক্ষমতা আরও সংহত হবে। দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটকেন্দ্র হলে করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে ছাত্রলীগের পক্ষেই অবস্থান নিয়েছে। এ সময় তিনি আগামী রবিবার উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ এবং তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন। বাম সংগঠনগুলোর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানুল হক চেীধুরী শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনের পোলিং বুথের বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তির চেষ্টা করছে। পোলিং বুথ হলে হওয়া ঢাকা বিশ^বিদ্যালয়ে শতবর্ষী ঐতিহ্য ও প্রথা। পোলিং বুথ নিয়ে ন্যূনতম বিভ্রান্ত্রির অবকাশ আছে বলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করে না। উল্লেখ্য, ছাত্র সংগ্রাম পরিষদের অন্য ছাত্র সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল ও জাসদ) এবং বাংলাদেশ ছাত্র সমিতি। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, ডাকসু নির্বাচন আবাসিক হলে হওয়াটা একটা ঐতিহ্যগত বিষয়। এছাড়া গঠনতন্ত্রের আইনকে তো উপেক্ষা করা যাবে না। তবে ভিন্নমত থাকাটা একপ্রকার সৌন্দর্য্য বলা যায়। উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র সংশোধন করে ডাকসু ভোটার ও প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর করা হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে স্নাতক পর্বে ভর্তি হয়ে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে । এছাড়া আবাসিক হলগুলোতে ভোটকেন্দ্র নির্ধারণ করে সিন্ডিকেট।
×