ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দ মঞ্জুরুল ইসলামের ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ১১:১৫, ৩১ জানুয়ারি ২০১৯

সৈয়দ মঞ্জুরুল ইসলামের ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত হলো খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের গল্পগ্রন্থ ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’। দশটি গল্পের সংকলনে সজ্জিত হয়েছে। বিচিত্র বিষয়ের গল্পগুলোর মাঝে লেখক মেলে ধরেছেন ব্যক্তি, সমাজ ও জনজীবনের নানা, টানাপোড়েন আর প্রেম-ভালবাসার চালচিত্র। একাত্তরের গৌরবগাথা কীভাবে বাঙালীকে স্পর্শ করেছে, এমনকি প্রত্যন্ত গ্রামেও কীভাবে তা ছুঁয়েছিল এবং জাগিয়ে তুলেছিল প্রান্তিক জনগোষ্ঠীকে- এমন ঘটনার পাশাপাশি শহুরে জীবনের কর্পোরেট দুনিয়ার ফন্দিফিকিরের কাহিনী ডালপালা মেলেছে সেসব গল্পে। আছে মানুষে মানুষে বন্ধনের এবং স্বপ্নের পথ পরিক্রমা। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ প্রকাশিত প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো বুধবার। বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন গবেষক-প্রাবন্ধিক মফিদুল হক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কালেরকণ্ঠ সম্পাদক ও কথাশিল্পী ইমদাদুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ তাবারক হোসেন ভূঁঞা। অনুভূতি প্রকাশ করে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আমি বাংলাদেশের কথ্য ভাষায় লিখি। আমার প্রত্যেকটি গল্পের পেছনে থাকে একটি বাস্তবতা। আমাদের চারপাশে এত গল্প আছে যে একজীবনে লিখে তার ভগ্নাংশও শেষ করা যাবে না। আমাদের গল্পবলার ঐতিহ্যে ফিরে যেতে হবে। আনিসুজ্জামান বলেন, লেখালেখির ভুবনে সৈয়দ মনজুরুল ইসলাম মৌলিকতায় অনন্য। তার লেখায় পরাবাস্ততার ছাপ আছে। এক ধরনের ক্ষোভ ও শঙ্কার কথা থাকে। তার চিত্রকল্পের দিকটি খুবই সমৃদ্ধ। সহজেই পাঠকের মনকে আকৃষ্ট করে। গত ১৮ জানুয়ারি ছিল সৈয়দ মনজুরুল ইসলামের ৬৯তম জন্মদিন। প্রকাশনা উৎসবের উদ্যাপিত হয় সেই বিলম্বিত জন্মদিন। অনেকেই এই শিক্ষাবিদ ও লেখককে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক মোহিত কামাল ও কবি কাজী রোজী, পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়খ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের। ১৬৮ পৃষ্ঠায় বিন্যস্ত হয়েছে ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ গ্রন্থটির প্রচ্ছদশিল্পী সব্যসাচী হাজরা। বইটির মূল্য রাখা হয়েছে ৩৮০ টাকা।
×