ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্য রিমান্ডে

প্রকাশিত: ১০:৫৯, ৩১ জানুয়ারি ২০১৯

আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্য রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে বাংলাদেশী একটি গ্রুপের পাঁচ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসেন এ রিমান্ডের আদেশ দেন। ৫ আসামির নাম ফাতেমা ইয়াসমিন তানিয়া (২৬), আফসানা মিমি (২৩), সালমা সুলতানা (২৬), শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মন (২৯)। বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ও প্রকৃতি রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিন করে রিমান্ডের আদেশ দেন। গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় ৩০৪ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেনসহ ৩ বাংলাদেশীকে গ্রেফতার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ওই ঘটনা তদন্তে গঠিত টাস্কফোর্স বাংলাদেশে তদন্ত শুরু করে। পাশাপাশি ছায়াতদন্ত করতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে র‌্যাব। তাদের পক্ষ থেকে জানানো হয়, আটক ৫ জন ওই চক্রের সক্রিয় সদস্য। জানা যায়, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। ওই সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও পাসপোর্ট জব্দ করে র‌্যাব।
×