ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেলওয়েকে যাত্রীবান্ধব করতে মোবাইল ফোন এ্যাপ তৈরি হচ্ছে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০১৯

রেলওয়েকে যাত্রীবান্ধব করতে মোবাইল ফোন এ্যাপ তৈরি হচ্ছে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রেলওয়েকে যাত্রীবান্ধব করে গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের জন্য মোবাইল ফোনেই টিকেট ক্রয়, টিকেট কালোবাজারি রোধ, প্রাপ্য সেবা না পেলে তার বিরুদ্ধে অভিযোগ প্রদানসহ সকল সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য মোবাইল ফোন এ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম এমপি। এই এ্যাপের মাধ্যমেই যাত্রী তার সেবার জন্য এমনকি অভিযোগ প্রদানের জন্যও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তিনি। ২০২০ সালের এপ্রিলের মধ্যেই এই উদ্যোগটি কার্যকর করা হবে। বুধবার রেল ভবনে রেলওয়ে সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এ সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেল মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×