ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজকের মধ্যে ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল

প্রকাশিত: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০১৯

আজকের মধ্যে ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের আজ বৃহস্পতিবারের মধ্যে ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থী মিলে নির্বাচনে ১ হাজার ৮৫০ প্রার্থী অংশ নেয়। গত ১ জানুয়ারি ভোটের ফল গেজেট আকারের প্রকাশ করেছে ইসি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে বিজিত এবং পরাজিত সব প্রার্থীকেই নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। আজ তার শেষ দিন। আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী হিসাব দাখিলে ব্যর্থ হলে জরিমানাসহ ২ থেকে ৭ বছরের কারাদ-ের বিধান রয়েছে। বিগত একাদশ সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক প্রার্থীদের ব্যয়ের সীমা বেঁধে দেয় ইসি। তাদের বেঁধে দেয়া সীমানা অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটার প্রতি গড়ে সর্বোচ্চ ১০ টাকা ব্যয় নির্ধারণ করে দেয় তারা। তবে একটি আসনে ভোটার সংখ্যা যা-ই হোক না কেন আইন অনুযায়ী একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে পাঁচ শতাধিক প্রার্থীর মধ্যে ৩৩ জন নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছিল। তখন একটি আসনের হিসাব না দেয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
×