ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:৫৭, ৩১ জানুয়ারি ২০১৯

ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ জন্য আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি উপজেলায় একক অথবা অনধিক তিনজন প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাতে প্রত্যেক জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না আওয়ামী লীগের এই মনোনয়ন বোর্ড। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সমন্বিত পরামর্শ নিয়ে দলের জেলা এবং সংশ্লিষ্ট উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই চারজনের স্বাক্ষরে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা করা হবে। এই তালিকায় সর্বোচ্চ তিনজনের নাম থাকতে পারে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাঠানোর নির্দেশনা দেয়া হয়।
×