ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচন দাবি

প্রকাশিত: ১০:৫৭, ৩১ জানুয়ারি ২০১৯

ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদকে ‘ডাকাতি ও দখলদারিত্ব’ সংসদ হিসেবে অভিহিত করেছে বিএনপি। একই সঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানায়। বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বিএনপি নেতারা এই নির্বাচনের দাবি জানান। জাতীয় প্রেসক্লাবের সামনের দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের কয়েক শ’ নেতাকর্মী মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচীতে দলীয় মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ঠিক একই কায়দায় আবারও জনগণের অধিকারগুলো কেড়ে নিয়ে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আরেকবার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবার জন্য দখলদারিত্বে সংসদ ও সরকার গঠন করেছে। আমরা এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। একই সঙ্গে পুনরায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে সরকার গঠন করতে হবে। অবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে। ৩০ ডিসেম্বর ভুয়া নির্বাচন হয়েছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করে সংসদ বসিয়েছে। নির্বাচনের পূর্ব থেকে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আজকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এদেশে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সব ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে সরকার। বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০ ডিসেম্বর কোন নির্বাচন হয় নাই। সরকার ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে তথাকথিত এমপিদের নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। জনগণের সঙ্গে এই নির্বাচন এবং সংসদের কোন সম্পর্ক নাই। ডাকাতির সংসদ এটা। নির্বাচনে শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যে সংসদ বসতে যাচ্ছে সেই সংসদ জনগণের সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে এই নির্বাচন যেটা হয়েছে এর ওপরে আমরা তথ্যভিত্তি শ্বেতপত্র বের করব। আপনারা দেখবেন, এই যে নির্বাচনটি হয়েছে তাতে মানুষ ভোটের অধিকার হারিয়েছে এবং ৫ থেকে ৭ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যেতে পেরেছে। বাকিদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয় নাই। নির্বাচন করেছে প্রশাসন, পুলিশ ও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। এই নির্বাচনে জনগণের কোন সম্পর্ক ছিল না।
×