ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীর জয় আর ঢাকার হারে শেষ চট্টগ্রাম পর্ব

প্রকাশিত: ১০:৫৪, ৩১ জানুয়ারি ২০১৯

রাজশাহীর জয় আর ঢাকার হারে শেষ চট্টগ্রাম পর্ব

শাকিল আহমেদ মিরাজ ॥ রাজশাহী কিংসের জয় আর ভিন্ন ম্যাচে ঢাকা ডায়নামাইটসের হারে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের দারুণ জয়ে সিলেট সিক্সার্সকে বিদায় করে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী। সাব্বির রহমান (৩৯ বলে ৪৫) ও নিকোলাস পুরান (৩১ বলে ৭৬*) ব্যাটিং ঝলকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের ফাইটিং স্কোরই গড়েছিল অলক কাপালির সিলেট। কিন্তু আউট হওয়ার আগে দুর্দান্ত উইলোবাজিতে ম্যাচসেরা লরি ইভান্স (৩৬ বলে ৭৬) ও রায়ান টেন ডেসকার্ট (১৮ বলে ৪২) যে ঝড় বইয়ে দেন, তাতে ২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। তার আগে দিনের প্রথম ম্যাচে তারকাখচিত ঢাকার বিপক্ষে ১১ রানের জয়ে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংস। বিপিএলের এ পর্যায়ে সমান ৭টি করে জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যথাক্রমে রংপুর, কুমিল্লা ও চিটাগং। আর লিগ পর্বে নিজেদের ১২ ম্যাচের সব কটি শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রাজশাহী ক্ষীণ হলেও শেষ চারের আশা বাঁচিয়ে রাখল! ১০ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসানের ঢাকা। শেষ দুটি ম্যাচ তারা খেলবে ঘরের মাঠ মিরপুরে। সুতরাং রাজশাহী না ঢাকা, কারা হচ্ছে প্লে-অফের চতুর্থ দল? ঢাকায় লীগ পর্বের শেষ দৃশ্যে মিলবে সেই সমীকরণ। দিনের প্রথম খেলায় ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চিটাগং। ক্যামেরন ডেলপোর্ট খেলেন ৭১ রানের দারুণ এক ইনিংস। এছাড়া মুশফিক করেন ৪৩ রান। ওপেনার শাহজাদের ব্যাট থেকে আসে ২১ রান। ভাল শুরু করলেও শেষ দিকে তেমন সুবিধা করতে পারেনি চিটাগং। বল হাতে ঢাকার হয়ে আন্দ্রে রাসেল হ্যাটট্রিক করেন। তখন অবশ্য খেলা শেষ ওভারে। চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক এটি। ততক্ষণে লড়াই করার মতো সংগ্রহ পেয়ে যায় চিটগং। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু হয়নি সাকিবদের। মাত্র ২৩ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর সাকিব ও নুরুল হাসান এসে দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ৩৩ রানের সময় ফেরেন নুরুল হাসান। মাঠে নামেন কাইরন পোলার্ড। তিনি সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতে শূন্য রানেই আউট হন। সাকিবকে ভাল সঙ্গ দেন বল হাতে দুর্দান্ত করা আন্দ্রে রাসেল। মনে হচ্ছিল এ দুই ব্যাটসম্যান লক্ষ্য ঠিকই টপকে যাবেন। কিন্তু ২৩ বলে ৩৯ রান করে রাসেল ফিরে গেলেই স্বপ্ন ফিকে হয়ে যায়। আশায় বুক বেঁধে খেলে যাচ্ছিলেন সাকিব। ১৯তম ওভারে নিজের ফিফটি পূর্ণ করে আউট হন সাকিব। ৪২ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। আর এতেই জয় একরকম নিশ্চিত হয়ে যায় চিটাগংয়ের। সাকিব চলে যাওয়ার পর শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল ঢাকার। তারা নিতে পারে ৬ রান। ঢাকা থামে ১৬৩/৯Ñএ। ১১ রানের দারুণ জয়ে প্লে-অফে উঠে যায় মুশির চিটাগং।
×