ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে ডাকসেবা বন্ধ!

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ জানুয়ারি ২০১৯

বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে ডাকসেবা বন্ধ!

অনলাইন ডেস্ক ॥ প্রবাদ আছে, তুষার, ঝড়-বৃষ্টি, গরম কিংবা রাতের অন্ধকার- কোনোকিছুই ডাক হরকরাকে থামিয়ে রাখতে পারে না। এতে মূলত ডাক বিভাগের কর্মীদের সময়নিষ্ঠা ও আত্মত্যাগের বিষয়টিকেই বোঝানো হয়। এবার উল্টোটা হল যুক্তরাষ্ট্রে। বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে ডাক সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব রাজ্যগুলি হল ইলিনয়, আইওয়া, মিনেসোটা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও উইসকনসিন। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও চারটি রাজ্যের কিছু কিছু অংশে ডাকসেবা বন্ধ থাকবে। এসব রাজ্য হল কানসাস, মিসৌরি, মন্টানা ও নেব্রাস্কা। প্রসঙ্গত তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা মাইনাসের নিচে। তুষারঝড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। আবহাওয়ার আরও অবণতি হবে এমন পূর্বাভাস প্রচারিত হওয়ার পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ডাকসেবা ফেসবুকে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। সূত্র: সিএনএন
×