ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে সমর্থন করে কুয়েত’

প্রকাশিত: ২৩:১৬, ৩০ জানুয়ারি ২০১৯

‘কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে সমর্থন করে কুয়েত’

অনলাইন ডেস্ক ॥ কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃপ্রতীম কাতারের সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপকে সমর্থন করে তার দেশ। একইভাবে ইরাক ও তুরস্কের সঙ্গেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করে কুয়েত। কুয়েত সিটিতে ভারতের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে এসব কথা বলেন জারাল্লাহ। সম্প্রতি আরবি ভাষার দৈনিক খালিজ আল-জাদিদ এ খবর দিয়েছে। তিনি বলেন, দোহা যে দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তা করতে পারে; সে অধিকার তাদের আছে। এ ধরনের সম্পর্ককে পারস্য উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে বিচ্ছিন্নতা বলে ব্যাখ্যা করা উচিত হবে না। তিনি আরো বলেন, কাতার ও সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট খুব দ্রুত শেষ হবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে কাতারে উপ পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে-সানি বলেছেন, “ইরান হচ্ছে ভৌগোলিকভাবে আমাদের প্রতিবেশী দেশ এবং আশা করি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করবে।”
×