ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত ডাকসুতে ভোটার ও প্রার্থিতার বয়সীমা ৩০ বছর

প্রকাশিত: ১২:২৭, ৩০ জানুয়ারি ২০১৯

ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত ডাকসুতে ভোটার ও প্রার্থিতার বয়সীমা ৩০ বছর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ব্যতীত ভিন্ন কেউ ভোটার ও প্রার্থী হতে পারবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ১৯ জন সিন্ডিকেট সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিন্ডিকেট সভা শুরু হয়। সিন্ডিকেটের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান এসব তথ্য জানান। জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হলেই অনুষ্ঠিত হবে। তবে বেশকিছু ছাত্র সংগঠনের দাবির প্রতি লক্ষ্য রেখে হলগুলোতে আরো সিসি টিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোটার ও প্রার্থিতার বয়সের যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে, তফসিল ঘোষণার দিন পর্যন্ত যাদের বয়স ৩০ বছর, শুধু তারাই অংশ নিতে পারবে। এ ছাড়া কোন প্রতিষ্ঠানে চাকরিরত হলে ভোটার ও প্রার্থী হতে পারবে না। অন্যদিকে সময়ের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে।
×