ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহৃত শিশুকে হত্যা

প্রকাশিত: ১১:৫০, ৩০ জানুয়ারি ২০১৯

১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহৃত শিশুকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ জানুয়ারি ॥ ধামরাই থানাধীন আশুলিয়া গ্রাম এলাকা থেকে জনৈক সোনা মিয়ার ৫ বছরের শিশুপুত্র মনির হোসেনের মৃতদেহ ঘটনার দু’দিন পর মাটিতে পুঁতে রাখাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, মনির ২৬ জানুয়ারি দুপুরে নিখোঁজ হয়। অপহরণকারীরা তার পিতার নিকট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গ্রেফতারকৃত দু’জনের দেয়া তথ্যমতে, ঘটনার দু’দিন পর মঙ্গলবার মাটিতে পুঁতে রাখা মনিরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় ২৭ জানুয়ারি মনির হোসেনের পিতা বাদী হয়ে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ দেয়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুল ইসলাম বলেন, যে মোবাইল থেকে মুক্তিপণ চায়, সেই নম্বরটি প্রযুক্তির সাহায্য নিয়ে অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে প্রথমে মানসুর নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। পরে মানসুরের দেয়া তথ্যমতে, অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত মাজেদুল এবং রাব্বীকে গ্রেফতার করা হয়। তিনজনে মিলে মাস দুয়েক আগে পরিকল্পনা করে শিশুটিকে অপহরণ করে টাকা আদায়ের জন্য। মাজেদুল এলাকায় অনেক টাকা ঋণগ্রস্ত ছিল। মুক্তিপণ আদায়ের মাধ্যমে সেই টাকা পরিশোধ করার জন্যই শিশুটিকে অপহরণ করে। গ্রেফতারকৃতরা পুলিশকে বলে, প্রথমে শিশুটিকে একটি বিস্কুট খেতে দেয়। খাওয়ার পর শিশুটি অবচেতন হলে রাব্বীদের বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেয়। শিশুটি নিখোঁজ হওয়া ঘটনা জানাজানি হলে সোমবার রাত এগারোটার দিকে ডোবা থেকে মৃতদেহ তুলে একটি বস্তায় ভরে গর্ত করে মাটি চাপা দেয়।
×