ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ১১:৫০, ৩০ জানুয়ারি ২০১৯

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নভোএয়ার ‘রোল অব মিডিয়া, প্রমোটিং এয়ারলাইন সেফটি’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদসহ নভোর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমডি মফিজুর রহমান এবং সেফটি বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করেন নভোর চিফ অব সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খান। আলোচকরা বলেন, যে তাদের বস্তুনিষ্ট ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টের মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তার উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে। বিমানবন্দরগুলোর অবকাঠামো চিত্র, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যুগোপযোগী নিয়ম কানুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যাত্রী সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এমডি মফিজুর রহমান বলেন, নভোএয়ার যাত্রার শুরু থেকেই সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। আগামীতেও উড্ডয়ন নিরাপত্তা ও যাত্রী সেবা বৃদ্ধিকল্পে
×