ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির সমালোচক ছেলে থিয়াগো!

প্রকাশিত: ১১:৪৫, ৩০ জানুয়ারি ২০১৯

মেসির সমালোচক ছেলে থিয়াগো!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার একজন লিওনেল মেসি। জাতীয় দল বাদে সাফল্যের বিচারে তার ধারে কাছে নেই কেউ। এ কারণে প্রশংসারও কমতি নেই। সমালোচকদেরও অভাব নেই। তাই বলে ঘরেই থাকবে! স্বয়ং মেসির দেয়া সাক্ষাতকারে এমন জানা গেছে। মঙ্গলবার বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছেন, তার বড় ছেলে থিয়াগো খেলা নিয়ে অনেক সমালোচনা করে। ৩১ বছর বয়সী মেসি বলেন, থিয়াগো অন্য ভাইদের চেয়ে ফুটবলটা ভাল বোঝে কারণ সে সবার বড়। আর ফুটবল সম্পর্কিত সবকিছু নিয়েই সে কথা বলে। আমি এরই মধ্যে তার কিছু সমালোচনার মুখে পড়েছি। বার্সিলোনা, লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ সে সবকিছুরই খোঁজ রাখে। সে এগুলো পছন্দ করে, প্রশ্ন করে এবং যখন খেলার বিষয়গুলো খুব একটা ভাল যায় না তখন সে আমাকে কিছু পরামর্শ দেয়। আগে হেরে যাওয়া ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করলেও এখন ছেলের উৎসাহে নিজের খারাপ সময়ের বিশ্লেষণ করছেন বলে জানান মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, পরাজয় ও খারাপ পারফর্মেন্স মেনে নেয়া সবসময়ই কঠিন। কিন্তু কি ঘটল এবং কেন আমরা জিতলাম না তা নিয়ে কথা বলতে থিয়াগো আমাকে বাধ্য করে। এখন আমরা আগের চেয়ে অনেক বেশি কথা বলি। ‘আমি মরিনহোকে শ্রদ্ধা করি’ স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের অন্যতম বাজে সময় অতিবাহিত করছেন জোশে মরিনহো। তারকা এই কোচ কিছুদিন আগে ছাঁটাই হয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। এরপর স্পেশাল ওয়ানকে নিয়ে সমালোচনা আরও বেড়েছে। কিন্তু বাজে এই সময়ে পর্তুগীজ লৌহমানবের পাশে দাঁড়িয়েছেন তার সাবেক শিষ্য রোমেলু লুকাকু। ২০১৬ সালে কোচ হয়ে ম্যানইউতে যোগ দেন মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগ জেতাতে না পারলেও দলকে টেবিলের সেরা চারে এনেছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ইউনাইটেডকে করেছেন লীগ রানার্সআপ। পাশাপাশি ইউরোপা লীগ ও কমিউনিটি শিল্ডসহ দলকে জিতিয়েছেন তিনটি ট্রফি। তাই ‘স্পেশাল ওয়ান’কে শ্রদ্ধা করেন লুকাকু।
×