ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি দু’দল, টিকে থাকার লড়াইয়ে দুপুরে চিটাগংয়ের বিপক্ষে নামবে ঢাকা

রাজশাহীর বিরুদ্ধে বাঁচা-মরার লড়াই সিলেটের

প্রকাশিত: ১১:৪২, ৩০ জানুয়ারি ২০১৯

রাজশাহীর বিরুদ্ধে বাঁচা-মরার লড়াই সিলেটের

মোঃ মামুন রশীদ ॥ পয়েন্ট টেবিলে এখন প্রতিমুহূর্তেই উত্থান-পতন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে প্লে-অফে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মরিয়া সবগুলো দলই। আজ তেমনি এক এসিড টেস্ট সিলেট সিক্সার্সের জন্য। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট। হারলেই লীগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। আর লীগপর্বে নিজেদের শেষ ম্যাচ আজ রাজশাহীর। জিততে না পারলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তাই জেতার জন্যই নামবে তারা। অপরদিকে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। টানা তিন ম্যাচ হেরে বেকায়দায় পড়ে গেছে বিপিএলের শুরুর দিকে টানা কয়েকদিন শীর্ষে থাকা সাকিব আল হাসানের দলটি। আজ হারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে তাদের। চিটাগংও বেশ কিছুদিন শীর্ষে থাকার পর নিজেদের মাটিতে এসে টানা ৩ ম্যাচ হেরে বিপাকে পড়ে গেছে। তবে আজ হারলেও টিকে থাকবে তারা প্লে-অফে ওঠার লড়াইয়ে। কিন্তু ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মুশফিকুর রহীমের দলটি। চট্টগ্রামে শীর্ষস্থানে থেকে এসেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু তা ধরে রাখতে পারেনি বাজে পারফর্মেন্সের কারণে। ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের বিপুল সমর্থন পেয়েও দলটি টানা তিন ম্যাচ হেরে গেছে। তবে ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত নিরাপদ অবস্থান তিন নম্বরেই আছে তারা। তবে নেট রানরেট শীর্ষ চারে থাকাদের মধ্যে সবচেয়ে খারাপ তাদের। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স (+০.৪৯৫), ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রংপুর রাইডার্স (+০.৬৮৬) এবং ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ঢাকা ডায়নামাইটসের (+১.১২৭) চেয়ে নেট রানরেটে অনেক পিছিয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে থাকা চিটাগং (-০.২৬১)। লীগের শেষ মুহূর্তে এই নেট রানরেটের হিসেবেই হয়তো প্লে-অফ মিস করতে হবে কোন একটি দলকে। সে কারণে আজ জয় অত্যাবশ্যক চিটাগংয়ের। আর হ্যাটট্রিক হারের পর চারে নেমে যাওয়া ঢাকা যদিও নেট রানরেটের কারণে সুবিধাজনক অবস্থানে, এরপরও আজ হেরে গেলে দুঃশ্চিন্তার ভাঁজ পড়বে ঢাকার তাঁবুতে। কারণ এখনও মাত্র ১০ পয়েন্ট তাদের। আজ দশম ম্যাচে তাই জয় পাওয়া জরুরী সাকিবদের। অতীব গুরুত্বপূর্ণ এ ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। সাগরিকার উইকেটে যেভাবে রান হয়েছে প্রতিটি ম্যাচে, আজও শক্ত এ দু’টি দলের মধ্যে মূলত ব্যাটিং পারফর্মেন্সই পার্থক্য গড়ে দিতে পারে। সেদিক থেকে শক্তিমত্তায় চিটাগংয়ের চেয়ে এগিয়ে ঢাকা। তবে এরপরও প্রথম সাক্ষাতে ঢাকাকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল চিটাগং। সেটিই এখন তাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে আজ। সন্ধ্যার ম্যাচটিও বেশ উত্তেজনাপূর্ণই হবে। হুট করে মঙ্গলবার শীত নেমে আসার পরও ম্যাচটির উত্তাপ টের পাচ্ছে বন্দরনগরীর ক্রিকেটভক্তরা। কারণ এই ম্যাচে সিলেট হেরে গেলেই খুলনা টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে লীগপর্ব থেকেই ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যাবে তাদের। আজ ১১তম ম্যাচ তাদের। আগের ১০ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে তারা। আজ জিততে পারলেই শুধু প্লে-অফে খেলার আশা টিকে থাকবে। আর হেরে গেলেই শেষ ম্যাচে জয়টিও তেমন কাজে আসবে না অযাচিত কোন ঘটনার সূত্রপাত না ঘটলে। নেট রানরেট (+০.০২৭) ভাল থাকার কারণে অবশ্য শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলে একটি সম্ভাবনা থাকবে সিলেটের। চট্টগ্রাম পর্বের প্রথমদিনেই দু’দলের মধ্যে চলতি আসরে প্রথম সাক্ষাত ঘটেছিল। সেই লড়াইয়ে রাজশাহীকে ৭৬ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছিল সিলেট। সেই স্মৃতিটা মাথায় নিয়েই আজও জেতার লক্ষ্যেই নামবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সিলেট। তবে রাজশাহীও এখন কিছুটা অস্বস্তির মধ্যেই আছে। আজ লীগপর্বে সবার আগে ম্যাচ শেষ হতে যাচ্ছে তাদের। শেষ মুহূর্তে সমীকরণ কোন্ পর্যায়ে যাবে সেটার নিশ্চয়তা নেই। তাই প্লে-অফে ওঠার পথ প্রশস্ত রাখতে আজ জেতা জরুরী তাদেরও।
×