ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের ঘর নিজেই পরিষ্কার করে শিম্পাঞ্জি

প্রকাশিত: ১১:১১, ৩০ জানুয়ারি ২০১৯

নিজের ঘর নিজেই পরিষ্কার করে শিম্পাঞ্জি

এক শিম্পাঞ্জির কীর্তিতেই মোহিত নেট দুনিয়া। হঠাৎ একদিন তাকে দেখা যায় ঝাঁটা নিয়ে নিজের খাঁচা পরিষ্কার করতে। খাঁচার ভেতরে ছড়িয়ে থাকা শুকনো পাতা ও ডালপালা সুন্দর করে ঝাঁটা দিয়ে এক পাশে জমা করছে সে। ঘটনা চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের। সেখানের চিড়িয়াখানায় অন্যদের সঙ্গে রয়েছে একটি ১৮ বছরের শিম্পাঞ্জিও। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকেই একটি ভিডিও করা হয় এই ঘটনার। পরবর্তীকালে সেই ভিডিওটি নিজেদের সোস্যাল পেজে শেয়ার করে চীনের সংবাদমাধ্যম। শিম্পাঞ্জির এমন আচরণের কথা বলতে গিয়ে চিড়িয়াখানার এক সদস্য ওয়াং জিংজিং বলেন, শিম্পাঞ্জিরা মানুষকে নানাভাবে অনুকরণ করে। ঝাঁটা দিয়ে যেভাবে তার খাঁচা পরিষ্কার করা হয়, তা সে মন দিয়েই দেখেছে। তারই প্রতিফলন ঘটেছে শিম্পাঞ্জিটির কর্মে। ওয়াং জিংজিং আরও বলেন, খাঁচার কোণাগুলোও সে নিপুণভাবে ঝাঁট দেয়। -সিজিটিএন
×