ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে ব্রাশ ফায়ারে হত্যা

প্রকাশিত: ১১:০৯, ৩০ জানুয়ারি ২০১৯

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে ব্রাশ ফায়ারে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৯ জানুয়ারি ॥ জেলার লংগদু উপজেলার ভূইয়াছড়া গ্রামে মঙ্গলবার বিকেলে ব্রাশ ফায়ার করে পবিত্র চাকমা (৪২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক প্রভাবশালী নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত পবিত্র চাকমা রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক ছিলেন। সেই মঙ্গলবার দুপুরে সাংগঠনিক কাজে ওই এলাকায় গিয়েছে জেনে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। লংগদু পুলিশ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ইউপিডিএফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার জন্য ইউপিডিএফ সংস্কারকে দায়ী করেছে এবং এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। পবিত্র চাকমা বাড়ি ভূইয়োছড়ার পার্শ্ববর্তী ধর্মপাড়ায়। তার পিতার নাম শান্তি প্রিয় চাকমা।
×