ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপিকে নাসিম

সংসদে এসে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিন

প্রকাশিত: ১১:০৮, ৩০ জানুয়ারি ২০১৯

সংসদে এসে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংসদে এসে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে বিএনপি-ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি পার্লামেন্টে না যাওয়ার সিদ্ধান্তে কতদিন থাকবে জানি না। তারা অভিমান করে হয়ত প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের দাওয়াতে যাবেন না, তবে সংসদে ঠিকই যাবেন। তাদের সংখ্যা কম হলেও শপথ নিয়ে সংসদে এসে জনগণের কথা বলা উচিত। আওয়ামী লীগ শত প্রতিকূলতার মধ্যেও কখনও সংসদ ছাড়েনি। সংসদে গিয়ে আওয়ামী লীগ জনগণের কথা তুলে ধরেছে। মঙ্গলবার তোপখানা রোডের বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মোহাম্মদ নাসিম ১৪ দলীয় জোটের অবস্থান তুলে ধরে বলেন, সংসদে ১৪ দলীয় জোটের শরিকরা বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করে। তবে তা আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে নয়। শরিকরা সংসদের ভেতর ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যে কোন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবে। এছাড়া শরিক দলের নেতারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন। প্রধানমন্ত্রীসহ আমরা সবাই চাই, সরকার ও বিরোধী দলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। মোহাম্মদ নাসিম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে। উপজেলা নির্বাচন জোটবদ্ধভাবে করার কোন সুযোগ নেই। ইতোমধ্যে জোট শরিকরা প্রস্তুতি নেয়াও শুরু করেছেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) পার্লামেন্টে গিয়ে ব্যর্থতার কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তোষামোদকারীদের সরিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিটিভি যেন এমটিভি/মন্ত্রীটিভি না হয়। জনগণের কথা তুলে ধরতে হবে। এতে সরকারও উপকৃত হবে। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা এখন বেড়ে গেছে। জনগণের আকাশচুম্বী প্রত্যাশা। গত ১০ বছরে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অনেক উচ্চতায় পৌঁছে গেছে। সারাবিশ্ব শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছে। তিনি বলেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। পাঁচ বছর ভালভাবে কাজ করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রস্তুতি হতে হবে। সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, আশরাফ আমার ভাইয়ের মতো। জাতীয় চার নেতার পরিবার কখনও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেনি, করবেও না। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সৈয়দ আশরাফ। কোন ভয়ের কাছে আত্মসমর্পণ করেননি তিনি। জাতি তাকে চিরদিন স্মরণ করবে।
×