ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অপরাধ দমনে র‌্যাব-পুলিশের দুটি ইউনিট হচ্ছে

প্রকাশিত: ১১:০৩, ৩০ জানুয়ারি ২০১৯

কক্সবাজারে অপরাধ দমনে র‌্যাব-পুলিশের দুটি ইউনিট হচ্ছে

শংকর কুমার দে ॥ দেশের পর্যটন নগরী কক্সবাজার জেলায় রোহিঙ্গা, মাদক, অপরাধ দমনে গঠিত হচ্ছে পুলিশের একটি এপিবিএন ইউনিট ও র‌্যাবের একটি ইউনিটসহ মোট দুইটি ইউনিট। এর মধ্যে পুলিশের এপিবিএন ইউনিটের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র‌্যাবের নতুন ইউনিট গঠনের প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায়। আইনশৃঙ্খলা বাহিনীর এই দুইটি ইউনিট গঠনের পর কার্যক্রম শুরু করলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ প্রবণতা, ইয়াবা মাদকের ছোবল, পর্যবেক্ষকদের নিরাপত্তাহীনতা কমে গিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সম্ভাবনাময় সমুদ্র সৈকত আকর্ষণীয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে পুলিশের দাবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসবাস, ইয়াবা মাদকের ব্যাপক বিস্তার, দেশী-বিদেশী পর্যটকদের সমুদ্র সৈকতের ভ্রমণের নিরাপত্তা প্রদানের ইস্যুতে কাজ করছে সরকার। এসব বিষয় বিবেচনা করে র‌্যাবের একটি ও পুলিশের এপিবিএন এর একটিসহ মোট পুলিশের দুইটি ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে পুলিশের এপিবিএন ইউনিট গঠনের অনুমোদন পেয়েছে পুলিশ সদর দফতর। র‌্যাবের একটি ইউনিট গঠনের অপেক্ষায় আছে র‌্যাব সদর দফতর। পুলিশ ও র‌্যাবের-দুইটি ইউনিট গঠন করার পর কার্যক্রম শুরু হলে কক্সবাজারের রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া বন্ধসহ ক্যাম্পের অপরাধ দমন, ইয়াবা মাদকের নেপথ্যের গডফাদারদের র‌্যাবের জালে আটক ও দেশী-বিদেশী পর্যটক যারা কক্সবাজার সৈকতে বেড়াতে যান তাদের নিরাপত্তাসহ অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নের কক্সবাজারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি।
×