ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারকে ইউনিসেফ

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জানুয়ারি ২০১৯

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব প্রয়াত কোফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির প্রধান নির্বাহী হেনরিয়েটা ফোর বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরির দিকনির্দেশনা আনান কমিশনের সুপারিশে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না মিয়ানমার। ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সম্প্রদায়ের সাত লাখেরও বেশি মানুষ। গতবছরের আগস্টে ইউনিসেফের মুখপাত্র সিমোন ইনগ্রাম সতর্ক করেছিলেন, বাংলাদেশের শরণার্থী শিবির এবং মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব রোহিঙ্গা শিশু দিশাহীন প্রজন্মে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছিলেন তিনি। মিয়ানমারের রাজধানী নেপিডোতে এক সম্মেলনে হেনরিয়েটা বলেন, রোহিঙ্গা শিশুরা বাংলাদেশের আশ্রয়শিবিরে নিরাপত্তাহীন ও আশাহীনভাবে বসবাস করছে। আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে অনেকের শিক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে এবং অনেক শিশুর ভবিষ্যত সুরক্ষিত হবে।
×