ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্ট গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস

প্রকাশিত: ০৯:২৭, ৩০ জানুয়ারি ২০১৯

স্মার্ট গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্মার্ট গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস। আর টাটাকে স্মার্ট কার বানাতে সাহায্য করবে টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। এই স্মার্ট গাড়িতে বসানো থাকবে বিএসএনএলের সিমকার্ড। সেই সিমকার্ডকে কাজে লাগিয়েই যোগাযোগের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে টাটার কিছু গাড়িতে। গাড়ি সংস্থার সঙ্গে টেলিকম কোম্পানির এই গাঁটছড়া ভারতে এই প্রথম। সিমকার্ড গাড়িতে এমবেড করার ফলে গড়ে উঠবে মেশিন টু মেশিন যোগাযোগের মাধ্যম। এর ফলে গাড়িতে বসেই নজর রাখা যাবে বাড়ির ওপর। এ ছাড়াও মোবাইল সংক্রান্ত সমস্ত কাজ কর্ম করা যাবে গাড়িতে বসেই। এই চুক্তি নিয়ে বিএসএনএলের চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘টাটা মোটরসের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পাঁচ লক্ষ সিমকার্ড আমরা ইতোমধ্যেই টাটাকে দিয়ে দিয়েছি। এ বছরে আরও ১০ লক্ষ সিমকার্ড দেব আমরা।’ টাটার থিয়াগো, হেক্সা ও হ্যায়িরের গাড়ির মডেলকে স্মার্ট কার বানানোর জন্য বেছে নেয়া হয়েছে। শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে চা ক্রয়-বিক্রয় অর্থনৈতিক রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে শুরু হয়েছে চা ক্রয়-বিক্রয়। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্রয়-বিক্রয় চলে বিকেল ৫টা পর্যন্ত। চা নিলাম কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এই কেন্দ্রে নবম বারের মতো চা নিলামে ক্রয়-বিক্রয় চলেছে। চা বাগান মালিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৮ ডিসেম্বর এই নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
×