ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিআইসি’র চেয়ারম্যান পদে হাইয়ুল কাইয়ুমের যোগদান

প্রকাশিত: ০৯:২৬, ৩০ জানুয়ারি ২০১৯

বিসিআইসি’র চেয়ারম্যান পদে হাইয়ুল কাইয়ুমের যোগদান

সরকারের অতিরিক্ত সচিব মোঃ হাইয়ুল কাইয়ুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান পদে অদ্য ২৯ জানুয়ারি যোগদান করেছেন। হাইয়ুল কাইয়ুম গত ২ জুলাই ২০১৫ তারিখ বিসিআইসি’র পরিচালক (অর্থ) পদে যোগদানের পর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পরিচালক (বাণিজ্যিক) হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইউরিয়া সার আমদানি ও সরবরাহের মত স্পর্শকাতর বিষয়গুলো তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। জনাব কাইয়ুম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। -বিজ্ঞাপ্তি আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন মেলা উত্তরা ফ্রেন্ডস ক্লাব ভবনে, সম্পূর্ণ নিষ্কণ্টক জমিতে গড়ে উঠা শিক্ষা, পর্যটন ও পরিবেশ বান্ধব শহর ‘আশুলিয়া মডেল টাউন’ এবং উত্তরা থার্ড ফেইজের সঙ্গেই, নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে ‘উত্তরা ভিউ’ প্রকল্পে হতে যাচ্ছে একক আবাসন মেলা-২০১৯। মেলা চলবে ৩১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত। মেলায় নতুন প্লট ও ফ্ল্যাট বুকিং ছাড়াও দলিল হস্তান্তর ও বাড়ি নির্মাণের বিষয়ে গ্রাহকদের সহায়তা প্রদান করা হবে। ৯ দিনব্যাপী একক আবাসন মেলায় উত্তরা ভিউ প্রকল্পে রেডি প্লট বিক্রয়ে থাকছে ক্রয়সীমার মধ্যে প্লট কেনার সুবর্ণ সুযোগ। রয়েছে ২.৫, ৫, ৬, ১০ ও ২০ কাঠার প্লট। প্রকল্প দেখে আসুন কোম্পানির ব্যবস্থাপনায়। -বিজ্ঞপ্তি
×