ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরা সীমান্তে সোনা জব্দ

প্রকাশিত: ০৯:২১, ৩০ জানুয়ারি ২০১৯

সাতক্ষীরা সীমান্তে সোনা জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা। তবে এ সময় বিজিবি কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি। সোমবার রাত সাড়ে ৩টার দিকে কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকা উক্ত সোনাগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ বুড়িগঙ্গা তীরের কামরাঙ্গীরচর ও খোলামোড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ২টি সাততলা ভবন, ২টি পাঁচতলা ভবন, ৩টি দুইতলা ভবন ৪টি একতলা পাকা ভবনসহ ১৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান চলে। ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে বুড়িগঙ্গা তীরের ৬ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এ সব উচ্ছেদের জন্য ১১ দিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথমদিন বহুতল ভবন, আধাপাকা ভবন, ঝুপড়িঘর, টং দোকানসহ ১৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
×