ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসামিদের তথ্য

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা পরিকল্পিত

প্রকাশিত: ০৯:২০, ৩০ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা পরিকল্পিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পাহাড়তলীতে চাঁদা আখ্যা দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে হত্যার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। আলোচিত এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের বক্তব্যে এমন তথ্যই বেরিয়ে আসছে। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসছে এর নেপথ্যে দীর্ঘ পরিকল্পনা এবং হত্যার উদ্দেশ্য। মূলত এলাকায় একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা করার জন্যই সোহেলকে খুন করা হয়েছে বলে অনেকটা নিশ্চিত হয়েছেন মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ইতোমধ্যে একজন আদালতে জবানবন্দীও দিয়েছেন। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তরী কাঁচাবাজারে গত ৭ জানুয়ারি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মহিউদ্দিন সোহেলকে। চাঁদাবাজ আখ্যায়িত করে তাকে নৃসংশভাবে খুন করা হয়। পরে সোহেলের পরিবারের সদস্যরা এবং ব্যবসায়ী ও স্থানীয়দের একাংশ দাবি করে যে, মহিউদ্দিন সোহেল চাঁদাবাজ ছিলেন না। এলাকায় অপর একটি গ্রুপ তাদের প্রতিপত্তি নিরঙ্কুশ করতে সুপরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটায়। সোহেলের ভাই সাকিরুল ইসলাম শিশির বলেন, গণপিটুনিতে নিহতের শরীরে এতগুলো ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা নয়। মহিউদ্দিন সোহেল ছিলেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিরও একজন নেতা ছিলেন। সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হত্যায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং সেমিস্টার ২০১৯-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ সোমবার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কিলস ফর এমপ্লোয়িস ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, বাংলাদেশ (এসইআইপি)- এর নির্বাহী পরিচালক জালাল আহমেদ। -বিজ্ঞপ্তি
×