ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেটের ভেতর ইয়াবা

প্রকাশিত: ০৯:১৭, ৩০ জানুয়ারি ২০১৯

পেটের ভেতর ইয়াবা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ জানুয়ারি ॥ পেটের ভেতর ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে নগরীর শাকতলা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে এক্স-রে এর মাধ্যমে নিশ্চিত হয়ে তাদের পেট থেকে ইয়াবা বের করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব পন্থায় ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে- রাসেল সিকদার সুমন, রেজাউল সর্দার, সাদ্দাম হোসেন, রিয়াজ হোসেন ও রাশেদুল ইসলাম। ১৩০ ঘর আলোকিত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৯ জানুয়ারি ॥ আলোর ফেরিওয়ালার উদ্যোগে আমতলী উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের ১৩০ ঘর বৈদ্যুতিক আলোতে আলোকিত হয়েছে। মঙ্গলবার ঘরগুলোতে দ্রুত বিদ্যুত সংযোগ দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির এমএসসি আহসান হাবিব। আমতলী উপজেলা পরিষদের সিএ আবদুস ছালামের সভাপতিত্বে আলোর ফেরিওয়ালা কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির ওয়ারিং পরিদর্শক স্বপন কুমার হালদার, আমতলী পল্লী বিদ্যুত সমিতির প্রকৌশলী জিয়া উদ্দিন তরাফদার, লাইনম্যান লিটন কুমার, আল আমিন, রানা কুমার দাশ, বিধান চন্দ্র সরকার ও সাব্বির হোসেন।
×