ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় লম্পট শিক্ষকের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৬, ৩০ জানুয়ারি ২০১৯

গাইবান্ধায় লম্পট শিক্ষকের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ জানুয়ারি ॥ ছাত্রী যৌন হয়রানিকারী লম্পট গাইবান্ধা সরকারী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অমিত পার্থকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক শামীম আরা মিনা প্রমুখ। একই দাবিতে গাইবান্ধা সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ জেলা আহ্বায়ক রাকিব হাসান সীমান্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্র ইউনিয়ন কলেজ শখার আহ্বায়ক ওয়ারেছ সরকার, সাধারণ শিক্ষার্থী জলি রানী, জয় সরকার প্রমুখ। ঝিনাইদহে সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ জানুয়ারি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
×