ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যবেক্ষণ মিশন প্রধান পরিবর্তন

প্রকাশিত: ০৮:৪৯, ৩০ জানুয়ারি ২০১৯

পর্যবেক্ষণ মিশন প্রধান পরিবর্তন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেন পর্যবেক্ষণ মিশনের প্রধান অবসরপ্রাপ্ত ডাচ জেনারেল প্যাট্রিক কামায়ের্টকে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। ইয়েমেনে কাজে যোগ দেয়ার মাত্র এক মাস পর তিনি এ প্রস্তাব দিলেন। কূটনীতিকরা জানিয়েছেন, ডেনমার্কের সাবেক জেনারেল মিখায়েল লোলেসগার্ডকে কামায়ের্টের স্থলাভিষিক্ত করার প্রস্তাব করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করতে হবে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস’র সঙ্গে কামায়ের্টের টানাপোড়েন রয়েছে -ওয়েবসাইট এক শ’ কোটি জাল এ্যাকাউন্ট ! ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সহপাঠী এ্যারন গ্রিনস্প্যান দাবি করেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির সঙ্গে যুক্ত ফেসবুক। ১০০ কোটি জাল এ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে, যা ফেসবুকের মোট গ্রাহকের ৫০ শতাংশ।’ সম্প্রতি এ্যারন ‘রিয়েলিটি চেক’ নামে ৭০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই রিপোর্টে তিনি বলেছেন, ‘নকল এ্যাকাউন্ট নিয়ে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের, তা এতদিন পরিষ্কার করে জানায়নি ফেসবুক।’ -ওয়েবসাইট
×