ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৮, ৩০ জানুয়ারি ২০১৯

মালয়েশিয়ায় ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু

মালয়েশিয়ায় বিনামূল্যে বিতরণ করা খাবারের কুপন সংগ্রহ করতে গিয়ে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী কুয়ালালামপুরের পুদু এলাকার একটি ইনডোর মার্কেটে ঘটনাটি ঘটেছে। -বিবিসি। মাত্র ২০০ কুপনের ব্যবস্থা করা হলেও মার্কেটটিতে হাজারেরও বেশি লোক জড়ো হয়। এক নিরাপত্তারক্ষী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি ‘চিৎকারের’ শব্দ শুনেছেন ও লোকজনকে ‘ঠেলাঠেলি করতে দেখেছেন’। এ সময় ভিড়ের মধ্যে অপেক্ষারত ৭৮ বছর বয়সী ল লোন নাং ও ৮৫ বছর বয়সী আহ পোহ শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পুদু ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্স নামের ওই মার্কেটটির এক ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া নতুন চান্দ্রবর্ষ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। বয়স্ক লোকদের মধ্যেই কুপনগুলো বিতরণ করা হচ্ছিল। অনুষ্ঠান চলার সময় মোট চারজন জ্ঞান হারান বলে জানিয়েছেন তিনি। ৬২ বছর বয়সী আরেক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, কুপন রেজিস্ট্রেশন করতে একসঙ্গে মাত্র চার জনকে অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছিল। যারা লাইন দাঁড়িয়ে ছিল তারা নির্দেশনা অমান্য করে পরস্পরকে ঠেলা-ধাক্কা দিতে শুরু করেছিল, বলেছেন তিনি। মৃত দুই বৃদ্ধার লাশ মার্কেটের মেঝেতে পড়ে ছিল বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার শাহারুদ্দিন আব্দুল্লাহ।
×