ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাথা যন্ত্রণার উপশম

প্রকাশিত: ১৩:২৩, ২৯ জানুয়ারি ২০১৯

মাথা যন্ত্রণার উপশম

স্ট্রেস ও মাথা যন্ত্রণা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই ৭টি শিথিলকরণ পদ্ধতি মাথা যন্ত্রণার উপশম ১. ম্যাসেজ করুন, শিথিল হবে। ২. জোরে জোরে শ্বাস নিন। যেন পুরো পেট ভরে যায় বাতাসে। তারপর আস্তে আস্তে ছাড়ুন। ৩. মনকে শান্ত করুন। কোন শান্ত স্নিগ্ধ পরিবেশের কথা ভাবুন। ভাবুন সমুদ্র পাড়ের কথা। আপনার মন এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন। ৪. গান শুনুন। সুন্দর সুরেলা স্নিগ্ধ গান শুনুন। ৫. ১০ মিনিট মাংসপেশী শিথিলকরণের ব্যায়াম করুন। ৬. যোগাসন করুন। ৭. প্রতিদিন ১ ঘণ্টা হাঁটুন।
×