ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মিত হচ্ছে বিশেষ তথ্যচিত্র ‘অতীশ দ্য আই অব এশিয়া’

প্রকাশিত: ১২:৫৬, ২৯ জানুয়ারি ২০১৯

নির্মিত হচ্ছে বিশেষ তথ্যচিত্র ‘অতীশ দ্য আই অব এশিয়া’

সংস্কৃতি ডেস্ক ॥ বাঙলার প্রাচীন দার্শনিক শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হচ্ছে প্রথম তথ্যচিত্র ‘অতীশ দ্য আই অব এশিয়া’। তথ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্তেশ সি দত্ত। প্রযোজনায় রয়েছেন শহীদ-ই হাসান তুহিন। সহ প্রযোজক কামরুল হাসান। ফিল্মবাজ পিক্সেল প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘অতীশ দ্য আই অব এশিয়া’। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর একাধারে বৌদ্ধপন্ডিত, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি তৎকালীন এ অঞ্চলের রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠায়ও ব্যাপক ভূমিকা রাখেন। এ প্রসঙ্গে তথ্যচিত্রের পরিচালক নির্তেশ সি দত্ত বলেন, তথ্যচিত্রটি শুধু অতীশ দীপঙ্করের জীবনের জার্নিই নয়, এটা একটা ঐতিহাসিক জার্নি, একটা আর্কিওলজিক্যাল জার্নি, একটা ফিলসফিক্যাল জার্নিও। প্রায় এক হাজার বছর পূর্বে বাংলায় পাল রাজত্বকালে ৯৮২ খ্রিস্টাবে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর বিক্রমপুরের এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা বিক্রমপুর এলাকায় কাটে। বৌদ্ধদর্শনের মহাযান ধারায় উচ্চতর শিক্ষার জন্য সুবর্ণদ্বীপ (বর্তমান নাম সুমাত্রা) গমন করেন। সেখানে তিনি মহামহোপাধ্যায় ধর্মকীর্তির নিকট প্রায় বার বছর শিক্ষালাভ করেন। সুবর্ণদ্বীপ থেকে ফিরে তিনি রাজা মহীপালের অনুরোধে তৎকালীন মগধের বিখ্যাত বিক্রমশীলা মহাবিহারে প্রধান আচার্য হিসেবে যোগদান করেন। শিক্ষকতার ক্ষেত্রে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর প্রভূত সুখ্যাতি অর্জন করেন। এশিয়াজুড়ে তার পান্ডিত্বের সুনাম ছড়িয়ে পড়ে। এশিয়ার বহুদেশ থেকে বহু ছাত্র তার কাছে শিক্ষা লাভ করেন। তিনি তন্ত্রমন্ত্রের অন্ধকারে আচ্ছন্ন এশিয়াকে আলোকিত করেন বলে তাকে ‘দ্য আই অব এশিয়া’ বলা হয়।
×