ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে-বিদেশে ঢাবির ‘ম্যাকবেথ’

প্রকাশিত: ১২:৫৪, ২৯ জানুয়ারি ২০১৯

দেশে-বিদেশে ঢাবির ‘ম্যাকবেথ’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। নাটকে অভিনয় করেছেন এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে অনার্স দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। মাস কয়েক বিরতির পর আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৬-৩০ মিনিটে নাটম-ল মিলনায়তন এবং ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘ম্যাকবেথ’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। এছাড়াও দিল্লীর পথে উড়াল দিবে ‘ম্যাকবেথ’। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘২০তম ভারত রঙ মহাউৎসব ২০১৯’-এ ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নয়াদিল্লীর শ্রী রাম কেন্দ্র এবং ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬-৩০ মিনিটে ঝাড়খ-ের রাঁচিতে ‘ম্যাকবেথ’ নাটকের মঞ্চায়ন হবে । নতুন করে ঢাকায় মঞ্চায়ন ও ভারতের আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে নাটম-লে চলছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন মহড়া। ‘ম্যাকবেথ’ প্রসঙ্গে ইসরাফিল শাহীন বলেন, এই আঁততায়ী সময়ে- অমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাত্ত্বিক নাটকটিতে শেক্সপিয়ারীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে উঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম-এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় নাটম-ল মিলনায়তনে ‘ম্যাকবেথ’ নাটকের মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। আরও উপস্থিত থাকবেন ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। ‘ম্যাকবেথ’ নাটকটি গত বছর ৯ অক্টোবর নাটম-লে প্রথম মঞ্চস্থ হয়। এরপর ১৩ অক্টোবর পর্যন্ত নাটকটি টানা ৮টি প্রদর্শনী হয়।
×