ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে ইয়েমেনের চার নাগরিকের শিরশ্চেদ

প্রকাশিত: ১২:৩৬, ২৯ জানুয়ারি ২০১৯

সৌদিতে ইয়েমেনের চার নাগরিকের শিরশ্চেদ

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানি এক নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ইয়েমেনের চার নাগরিকের শিরশ্চেদ করেছে সৌদি আরব। রবিবার ওই চার ইয়েমেনির শিরশ্চেদ করা হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর এএফপি ও ডনের। দেশটির সরকারী সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন ওই পাকিস্তানি। অভিযুক্ত চার ইয়েমেনি ডাকাতির পর পাকিস্তানি ওই নাগরিককে হত্যা করে। মক্কায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য বলেছে, দেশটিতে চলতি বছরের প্রথম মাসেই এখন পর্যন্ত অন্তত ২০ জনের শিরচ্ছেদ করা হয়েছে। গত বছর সৌদিতে কমপক্ষে ১২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
×