ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় ফিরতে মরিয়া চিটাগং

প্রকাশিত: ১২:০২, ২৯ জানুয়ারি ২০১৯

জয়ের ধারায় ফিরতে মরিয়া চিটাগং

স্পোর্টস রিপোর্টার ॥ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। প্রতিটি দলেরই আর ২/৩টি করে ম্যাচ বাকি। তাই চট্টগ্রামের সাগরিকায় জমে উঠেছে প্লে-অফে ওঠার রেসে টিকে থাকার লড়াই। আজ এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। প্লে-অফে ওঠার রেসে ভালভাবে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রাজশাহীর। কারণ এরপর আর একটি ম্যাচ বাকি থাকবে তাদের, আজ হারলে শেষ ম্যাচে গিয়ে সমীকরণ হয়ে উঠবে কঠিন। ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। একই ভেন্যুতে দুপুর ১টা ৩০ মিনিটে অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। শীর্ষস্থানে থেকে নিজেদের মাটিতে খেলতে এসে টানা দুই ম্যাচ হেরে এখন পিছিয়ে পড়েছে চিটাগং। এবার তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। তবে টানা দুই জয়ে দুর্বার কুমিল্লা শীর্ষে ওঠায় লড়াইটি জমজমাট হবে এতে কোন সন্দেহ নেই। ঢাকায় প্রথমপর্ব ও ফিরতি তৃতীয়পর্ব ভাল কাটেনি কুমিল্লার। তবে সিলেটে হওয়া দ্বিতীয়পর্বের দুই ম্যাচই জিতেছিল তারা। এবার চট্টগ্রামে এসেও সেই কুমিল্লাকেই দেখছে সবাই। ২০১৫ সালের চ্যাম্পিয়নরা যেন জেগে উঠেছে হঠাৎ করেই। বিশেষ করে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে সাগরিকায় এসে খুলনা টাইটান্সকে বিধ্বস্ত করার পর রীতিমতো উড়ছে কুমিল্লা। দলের ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস সোমবার ইনজুরি থেকে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়ে টপঅর্ডারের ব্যাটিং দুঃশ্চিন্তা পুরোপুরি দূর করেছেন। অধিনায়ক ইমরুল কায়েস, শামসুর রহমান শুভরা রানের মধ্যে আছেন। ৫ উইকেটে ২৩৭ রানের দলীয় সংগ্রহ গড়ার পর এখন প্রতিপক্ষের জন্য আতঙ্ক কুমিল্লা। আজ তারা শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে নামবে স্বাগতিক চিটাগংয়ের বিপক্ষে। শীর্ষস্থানে থেকে নিজেদের মাঠে এসেছিল চিটাগং। কিন্তু ঘরের মাঠে টানা দুই হারে পিছিয়ে পড়েছে মুশফিকুর রহীমের দলটি। তুঙ্গে থাকা কুমিল্লার বিপক্ষে তাই আজ ঘুরে দাঁড়াতে মরিয়া চিটাগং। প্রথমপর্বের দু’দলের লড়াইয়ে ৪ উইকেটে জিতেছিল চিটাগং, এবার সেটারই পুনরাবৃত্তির আশায় নামবে তারা। দিনের দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এখানে মুখোমুখি হবে রাজশাহীর। শক্তিশালী দল হলেও রংপুরকে এবার প্রথম সাক্ষাতে ৫ রানে হারিয়ে দিয়েছিল রাজশাহী। আজ আরেকবার জয় তাদের অতীব জরুরী। কারণ নিজেদের ১১তম ম্যাচে নামবে তারা। ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অনেকটাই নিরাপদ অবস্থানে আছে রাজশাহী। তবে প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রবল করতে হলে আজ জেতা প্রয়োজন তাদের। কারণ এ ম্যাচে হারলে শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে অবশ্যই পরাজিত করতে হবে সেরা চারে থাকার জন্য। রংপুরেরও আজ ১১তম ম্যাচ। সোমবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নামার আগে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকলেও এ ম্যাচের হারটি মাশরাফি বিন মর্তুজার দলকে বিপদে ফেলতে পারে। তবে আরও দুটি ম্যাচ থাকায় সমীকরণ খুব কঠিন হয়ে যাবে না। তবে বিপজ্জনক অবস্থানে যাওয়া থেকে বাঁচতেই চাইবে তারা। প্রথমপর্বে রাজশাহীর কাছে হারের প্রতিশোধ তোলার পাশাপাশি প্লে-অফে ওঠার পথ সুগম করতে চায় মাশরাফিবাহিনী।
×