ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শতভাগ আর্থিক প্রতিষ্ঠানের দর কমেছে

প্রকাশিত: ১১:৪২, ২৯ জানুয়ারি ২০১৯

শতভাগ আর্থিক প্রতিষ্ঠানের দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর্থিক খাতের কোম্পানিগুলোর একটিরও শেয়ার দর এদিন বাড়েনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক খাতে লেনদেন হওয়া ২৩ কোম্পানির মধ্যে শেয়ার দর কমেছে ২২টির বা ৯৬ শতাংশের এবং ১টির বা ৪ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকলেও একটি কোম্পানিরও শেয়ার দর বাড়েনি। শেয়ার দর সবচেয়ে বেশি ৬.৩০ টাকা কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের। দ্বিতীয় সর্বোচ্চ ২.৪০ টাকা কমেছে উত্তরা ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২.২০ টাকা কমেছে আইপিডিসির। এছাড়া ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ২ টাকা; মাইডাস ফাইন্যান্সিংয়ের ১.৫০ টাকা; ফনিক্স ফাইন্যান্সের ১.২০ টাকা; আইসিবির ১.১০ টাকা; আইডিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্সের ১ টাকা করে; প্রিমিয়ার লিজিংয়ের ০.৯০ টাকা; জিএসপি ফাইন্যান্সের ০.৮০ টাকা; ইসলামিক ফাইন্যান্সের ০.৭০ টাকা; বে লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ও ফাস ফাইন্যান্সের ০.৪০ টাকা করে; ইউনিয়ন ক্যাপিটালের ০.৩০ টাকা; পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ও বিআইএফসির ০.২০ টাকা করে এবং বিডি ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
×