ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনা অয়েলের এজিএম ২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১১:৪২, ২৯ জানুয়ারি ২০১৯

যমুনা অয়েলের এজিএম ২ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের পেট্রোলিয়াম বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড ডেট ছিল গত ২৭ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৭০ টাকা ৩৪ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ২৯ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ২২ পয়সা। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১০ শতাংশ নগদ দেয় যমুনা অয়েল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয় ২০ টাকা ৩১ পয়সা। ২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভ ১ হাজার ৫৮৭ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ শেয়ারের মধ্যে ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ বাংলাদেশ সরকারের হাতে, প্রতিষ্ঠান ২০ দশমিক ২৫ শতাংশ, বিদেশী ৩ দশমিক ৪৯ ও বাকি ১৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×