ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১:৪১, ২৯ জানুয়ারি ২০১৯

পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ জানুয়ারি ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সদর উপজেলার সালন্দর ডিগ্রী কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সোমবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার, উপাধ্যক্ষ হাবীব আহমাদ উলুব্বী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মুকুল প্রমুখ। প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে চারশতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং সর্বমোট ৭০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশের বাইক চুরি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডিমলা উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইক চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছে। সোমবার দুপুর পর্যন্ত চুরি যাওয়া এ সকল উদ্ধার বা জড়িতদের চিহ্নিত করতে পারেনি ডিমলা থানা পুলিশ। এ নিয়ে ডিমলা থানার ওসির বিরুদ্ধে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ডিমলা থানার পুলিশ সদস্য আনোয়ার হোসেন অসুস্থ হয়ে ডিমলা থানায় ভর্তি হয়। শুক্রবার সন্ধ্যায় সহকর্মীরা খোঁজখবর নিতে মোটরসাইকেল নিয়ে হাসপাতালে যায় সহকর্মী সফিকুল ইসলাম। মোটরসাইকেলটি হাসপাতালের সামনে রেখে অসুস্থ সহকর্মীর খোঁজখবর নিয়ে ১০ মিনিট পর এসে দেখেন তার ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি নেই।
×