ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে ॥ রাসিক মেয়র

প্রকাশিত: ১১:৪১, ২৯ জানুয়ারি ২০১৯

মাদক বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে ॥ রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মাদক বিক্রেতাদের শক্তভাবে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘একজন মাদকাসক্তই একটি পরিবারে ধ্বংসের জন্যে যথেষ্ট। জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বতর্মান সরকার জিরো টলারেন্স। রাজশাহীতেও যারা মাদক বিক্রেতা আছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ১০ বছরে পুলিশ বাহিনী অত্যন্ত গতিশীল হয়েছে। প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র পেয়েছে, জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য উপযোগী প্রশিক্ষণ গ্রহণ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গীবাদ অনেকটা নির্মূলের পথে। খারাপ পুলিশ শনাক্ত করে ব্যবস্থা নিতে চান সিএমপি কমিশনার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ খারাপ পুলিশ শনাক্ত করতে সহায়তা প্রদানের জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে যেমন ভাল-খারাপ আছে, তেমনিভাবে পুলিশের মধ্যেও রয়েছে। আমরা জনগণের সহায়তায় খারাপ পুলিশ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে চাই। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। ওই এলাকায় স্থাপন করা হয় ১৬টি বিশেষায়িত ক্যামেরা।
×