ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক উন্নয়নে সেমিনার

প্রকাশিত: ১১:৩৮, ২৯ জানুয়ারি ২০১৯

বৈশ্বিক উন্নয়নে সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘বৈশ্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার সোমবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করেন ল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ওয়ালিউল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন খুবির কোষাধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন প্রমুখ। চর আয়েশা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৮ জানুয়ারি ॥ নোয়াখালীর মূল ভূ-খ- থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে নতুন জেগে ওঠা একটি চরকে চর আয়েশা নামকরণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চর আয়েশার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, সুখচর ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন, নলচিরা রেঞ্জার শরীফুল ইসলাম মন্ডল, হাতিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফিরোজ উদ্দিন প্রমুখ। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর চারপাশে নতুন নতুন চর জেগে উঠছে।
×