ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে যুবলীগ নেতা ম্যানসেল গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:৩৮, ২৯ জানুয়ারি ২০১৯

যশোরে যুবলীগ নেতা ম্যানসেল গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেল (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত আড়াইটার দিকে যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতের পরিবার বলছে, পুলিশ ম্যানসেলকে ঘর থেকে তুলে নিয়ে বাম পায়ে গুলি করে। অবশ্য পুলিশের দাবি, দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। আহতের বাবা বিএনপি নেতা মোহাম্মদ আলমাস বলেন, ‘রাতে ম্যানসেল বাসার নিচ তলায় ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর তারা ম্যানসেলকে তুলে নিয়ে বাড়ির ছাদে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনি। আমরা কেউ ঘটনাস্থলে যেতে পারিনি। কেননা বাড়ির দরজা পেছন থেকে আটকে দেয়া হয়েছিল। পরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের বামপায়ে গুলির জখম।’ যশোর কোতোয়ালী থানা পুলিশ বলেন, ‘রাত দুইটার দিকে আমরা খবর পাই- ষষ্ঠিতলাপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ম্যানসেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই।’ পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলি জব্দ করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। সেই মামলায় দীর্ঘদিন ধরে ম্যানসেল পলাতক ছিল।
×