ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঘায় এসিল্যান্ডের ওপর হামলার মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৮, ২৯ জানুয়ারি ২০১৯

বাঘায় এসিল্যান্ডের ওপর হামলার মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় সহকারী কমিশনারের (ভূমি) ওপর হামলাকারীদের মূল হোতা ‘বালুদস্যু’ নওশাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৯ দিন পর রবিবার রাতে ঢাকার উত্তরা থানা পুলিশের সহযোগিতায় বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বাঘা থানার পুলিশ জানান, নওশাদ বাঘা সীমান্ত এলাকার এক সময়ের চোরাকারবারি, শীর্ষ অদম ব্যবসায়ী ও পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মূল হোতা। তার নামে আদম ব্যবসায় প্রতারণার এবং অবৈধভাবে বালি উত্তোলনের ঘটনায় বাধা দেয়ার মামলা রয়েছে। এসিল্যান্ডের ওপর হামলার পর থেকে সে গাঢাকা দিয়েছিল। তবে মামলায় মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঢাকা বিমানবন্দর এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ১৯ জানুয়ারি উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কাগজপত্র দেখতে গিয়ে হামলার শিকার হন সহকারী কমিশনার ইমরুল কায়েস। এ সময় নওশাদ আলী ও তার লোকজন সরকারী কাজে বাধা দেয়াসহ এসিল্যান্ড এবং তার দুই কর্মচারীকে বেধড়ক মারপিট করে আহত করে।
×