ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাইকেলে চড়ে চাঁদের পাহাড়ে

প্রকাশিত: ১১:১২, ২৯ জানুয়ারি ২০১৯

সাইকেলে চড়ে চাঁদের পাহাড়ে

নেশার টানে চাকরিও ছেড়েছেন। নেশা বলতে, সাইকেল চেপে পাহাড় অভিযান। বিভূতিভূষণের শঙ্কর পারেনি, কিন্তু বীরভূমের উজ্জ্বল পেরেছেন। শনিবার সকালে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থান উহুরু শৃঙ্গে (৫,৮৯৫ মিটার) ভারতের জাতীয় পতাকা ওড়ালেন। সঙ্গী তার প্রিয় সাইকেল ‘চেতক’। এর আগেও বাঙালী পর্যটকেরা কিলিমাঞ্জারো অভিযানে গিয়েছেন। সাইকেলে পাহাড় অভিযানের নজিরও নতুন নয়। কিন্তু রাঢ় বঙ্গের উজ্জ্বল পালের এই অভিযানের সাফল্য আরও একবার বাঙালী পাঠককে চাঁদের পাহাড়ের শঙ্কর আর লবটুলিয়ার যুগলপ্রসাদের গল্প মনে করিয়ে দিল। কারণ উজ্জ্বলের মধ্যে এই দুই চরিত্রেরই অবস্থান। মহম্মদবাজার ব্লকের গৌরনগরের উজ্জ্বলের নেশা সাইকেল অভিযান। গত বছর ২৪ নবেম্বর মিসরের রাজধানী কায়রো থেকে সাইকেলে ‘গ্রীন অন হুইল’ অভিযান শুরু করেন উজ্জ্বল। প্রত্যেক মানুষ সারা জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে সেটিকে বড় করে তুলুন এটিই তার অভিযানের বার্তা। যে টাকা ছিল, তাই সম্বল করে বেরিয়ে পড়েছিলেন প্রিয় সাইকেলটিকে নিয়ে। মিসর থেকে আফ্রিকার সুদান, ইথিওপিয়া, কেনিয়া পার হয়ে ১৬ ডিসেম্বর তাঞ্জানিয়ায় ঢোকেন উজ্জ্বল। চাঁদের পাহাড় জয় করতেই হবে এটাই ছিল লক্ষ্য। স্থানীয় পর্বতারোহীদের সংস্থা থেকে পরামর্শ ও সাহায্য নিয়ে মাসাইমারা থেকে যাত্রা শুরু হয়। প্রথম দিন সাইকেলে কিলেমা গেট থেকে হোরম্বো পর্যন্ত ১৯ কিলোমিটার পাড়ি দেয়া। দ্বিতীয় দিন প্রতিকূল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা এগোনো। তৃতীয় দিন নয় কিলোমিটার পাড়ি দিয়ে কিবো হাট সামিটে পৌঁছান উজ্জ্বল। সেখান থেকে রাত ১২টার পরে ফের যাত্রা শুরু উহুরুর উদ্দেশে। হাড় কাঁপানো ঠা-ায় ২৬ জানুয়ারি সকাল ৬টায় উহুরু শৃঙ্গে তেরঙ্গা পতাকা ওড়াতে পেরেছেন উজ্জ্বল। -ওয়েবসাইট
×