ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশু চিকিৎসায় সার্জনদের আরও আত্মনিয়োগ করতে হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭, ২৯ জানুয়ারি ২০১৯

পশু চিকিৎসায় সার্জনদের আরও আত্মনিয়োগ করতে হবে ॥ প্রতিমন্ত্রী

শেকৃবি সংবাদদাতা ॥ পশু চিকিৎসাসেবায় নিজেদের উৎসর্গ করতে ভেটেরিনারি সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। তিনি বলেছেন, ভেটেরিনারি সার্জনদের অবহেলার কারণের একটি পশুও যেন মরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পশু চিকিৎসায় সার্জনদের আরও বেশি আত্মনিয়োগ করতে হবে। গ্রামে থাকতে হবে। মনে রাখতে হবে, খেটে-খাওয়া মানুষের পরিশ্রমেই অপনাদের বেতন-ভাতা হয়। তাই তাদের প্রতি আপনাদের আরও আন্তরিক হতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণ ও ডিনস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
×