ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর শ্রমিক নিহত

প্রকাশিত: ১০:৫৬, ২৯ জানুয়ারি ২০১৯

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ জানুয়ারি ॥ জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে বাবু (১৭) নামে এক কিশোর শ্রমিক মারা গেছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় ভারত থেকে সীমান্তের ১৭৩/ ২ এস পিলারের কাছ দিয়ে তারকাঁটার ওপর দিয়ে বাংলাদেশে আসার সময় ভারতের ১৭১ বিএসএফ -এর শ্রীপুর ক্যাম্পের সদস্যরা গুলি করলে হরিপুর উপজেলার মুন্নাটুলী মরাধর গ্রামের একরামুল হকের ছেলে মোঃ বাবু (১৭), ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা জানায়, বাবুর মৃতদেহটি দীর্ঘ সময় তাঁরকাটা বেড়ার ওপর ঝুলে থাকার পর বিএসএফ লাশ নিয়ে যায়। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রেক্ষিতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
×