ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া দলিল ॥ পল্লবীতে নয় কাঠা জমি দখল, বিক্রি

প্রকাশিত: ১০:৫৫, ২৯ জানুয়ারি ২০১৯

ভুয়া দলিল ॥ পল্লবীতে নয় কাঠা জমি দখল, বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া দলিলে ঢাকার পল্লবীতে নয় কাঠা জমি দখল করার পর বিক্রি করে দেয়া হয়েছে। অথচ চক্রটির বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না। উচ্চ আদালত জমির প্রকৃত মালিকের পক্ষে রায় দিলেও, স্থানীয় প্রশাসনের দুর্বলতার কারণে জমি ফেরত পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগীরা জমি উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনে (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মোসাম্মৎ নূরুন নাহার বেগম। তার দাবি, ২০০৪ সালে আমার পিতা মারা যান। আর মা মারা যান ২০১৭ সালে। আমি পৈত্রিক জমি হিসেবে পল্লবীর ৫নং পলাশনগরে ২০ কাঠা জমির মালিক। জমিটি খালি। খালি জমি দেখে স্থানীয় প্রভাবশালী কাজী জহিরুল ইসলাম মানিক ও তার চাচা কাজী হারুন অর রশীদ ভুয়া দলিলে জমিটির ৯ কাঠা দখল করে নেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে আইনী লড়াই করে আসছি।
×