ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রোগীকে চিকিৎসা দিয়ে ভালবাসার ম্যাজিকে আটক রাখতেন ডাঃ লিটু’

প্রকাশিত: ১০:৫৫, ২৯ জানুয়ারি ২০১৯

‘রোগীকে চিকিৎসা দিয়ে ভালবাসার ম্যাজিকে আটক রাখতেন ডাঃ লিটু’

স্টাফ রিপোর্টার ॥ রোগীকে চিকিৎসা দিয়ে ভালবাসার ম্যাজিকে আটকে রাখতেন তিনি। রোগীর অধিকার নিয়ে কাজ করেছেন, গরিব রোগীদের দিতেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। হার্টের ডাক্তার হয়েও নিজের হার্টের খবর না নিয়ে দুস্থ অসহায় হার্টের রোগীদের কখনও বিনামূল্যে, কখনও স্বল্পব্যয়ে রোগীদের চিকিৎসা করতেন। একইসঙ্গে অন্য সকল ডাক্তারদেরও এমনভাবে চিকিৎসার জন্য বলতেন যিনি তিনিই হলেন গরিবের ডাক্তার নামে খ্যাত প্রফেসর ডাঃ রকিবুল ইসলাম লিটু। তার মতো ডাক্তারগণের জন্ম নেয়ার কারণেই সমাজে মানবতার জয়গান সৃষ্টি হয়, সমাজের পরিবর্তনও আসে। ডাক্তারি যে একটি সেবামূলক পেশা তার প্রমাণ হয়। তাই রোগীদের চিকিৎসায় গঠন করে যাওয়া ও তার স্বপ্নের পেসেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম চালু করার মধ্য দিয়েই কেবল তাকে স্মরণ করা সম্ভব। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ সদ্য প্রয়াত গরিবের ডাক্তার বলে খ্যাত ডাঃ লিটুর মহাপ্রয়াণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, লুবানা জেনারেল হাসপাতালের এমডি শাহ জহিরুল ইসলামসহ বিভিন্ন গণ্যমাধ্যমের ও সমাজের বিভিন্ন পেশার ডাঃ লিটুর কাছ থেকে সেবাগ্রহিতা অসংখ্য শুভাকাক্সক্ষী। বক্তারা বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নিঃস্ব রোগীদের চিকিৎসা করেছেন। কিন্তু হৃদরোগে তিনি দেশের অন্যতম বিখ্যাত ডাক্তার হওয়া স^ত্ত্বেও তার কোন অহমিকা ছিল না। ছিল দিনরাত সেবার প্রত্যাশা।
×